বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। লুক, গেটআপ ও অভিনয়ে আনা পরিবর্তন তাকে তরুণ দর্শকদের কাছেও আরও গ্রহণযোগ্য করে তুলেছে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে।
এরই মধ্যে ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে আরেকটি খবর—শাকিব খানের নতুন এক সিনেমায় নায়িকা হতে পারেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বিষয়টি স্বয়ং শাকিব খানই ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব খান বলেন, “তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।” পাশ থেকে জিজ্ঞেস করা হলে শাকিব যোগ করেন, “একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে।”
এ কথার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবভক্তদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়। অনেকে প্রকাশ করছেন নানা ধরনের অনুমান। তবে কোন সিনেমায় হানিয়াকে নেওয়া হবে—সে বিষয়ে শাকিব খান বিস্তারিত জানাননি। ভক্তদের মধ্যে ইতিমধ্যে নানা জল্পনা—
কেউ বলছেন, হানিয়া আমিরকে দেখা যেতে পারে শাকিবের আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এ। আবার কেউ মনে করছেন, নতুন ঘোষিত রোমান্টিক সিনেমাটিতেই হয়তো জুটি বাঁধবেন তারা। এদিকে শুটিং সূচি অনুযায়ী, ‘সোলজার’–এর কাজ শেষ করে ডিসেম্বর থেকে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন শাকিব খান। আগামী বছরের ১০ ফেব্রুয়ারি থেকে তিনি যুক্ত হবেন আজমান রুশোর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া আরেকটি নতুন সিনেমার শুটিংয়ে।
আরএস
No comments yet. Be the first to comment!