ঢাকার হাতিরঝিল থানা পুলিশ আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। হাতিরঝিল থানা ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত বিষয়টি নিশ্চিত করে বলেন, “হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি। আজ সকালে তাকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের বরাতে জানা যায়, হিরো আলমের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী রিয়া মনি হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেছিলেন। এর আগে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় হিরো আলমের সঙ্গে আরও একজন আহসান হাবিব সেলিমকেও আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আরএস
No comments yet. Be the first to comment!