মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব জয়ের পর গত অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পৌঁছান তিনি। সেখানেই চলছে প্রতিযোগিতার মূল পর্বের প্রস্তুতি।
থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় প্রতিযোগিতা ঘিরে দেশের ভেতরে চলমান সমালোচনা প্রসঙ্গে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মিথিলা। প্রতিযোগিতার কঠিন বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, ‘অন্যান্য দেশের মানুষ ট্রল করলে কিছু মনে হয় না। কিন্তু নিজের দেশের মানুষ যে এভাবে ট্রল করছে, সেটা কষ্ট দেয়। এত বড় মঞ্চে একা লড়াই করছি। এত শৃঙ্খলা, পরিশ্রম, সময়—সবকিছু নিয়েই চেষ্টা করছি। তারপরও যদি দেশের মানুষের কাছ থেকে সামান্য প্রশংসা না পাই, সেটা খুবই কষ্টের।’
‘বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারব না’ বিকিনি রাউন্ড নিয়ে সমালোচনার জবাবে মিথিলা বলেন, ‘আমি কতবার বলেছি—বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারব না। আপনারা তো চান আমি জিতি। তাহলে জিততে হলে আমাকে নিয়ম অনুযায়ী চলতেই হবে। এখানে ধর্মের কোনো বিষয় নেই। বাংলাদেশকে সামনে নিতে হলে এই রাউন্ডটা আমাকে করতেই হবে।’
তিনি আরও বলেন, মিস ইউনিভার্সে প্রতিযোগীরা সবাই খুবই দক্ষ, কঠোর প্রস্তুতির মধ্য দিয়ে আসে। ‘এ জায়গা খুব বড় একটা জায়গা। সবাই ভালো—খারাপ কেউ না। এদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাকে আরও শক্ত অবস্থানে যেতে হবে। সেজন্য দেশের মানুষেরও সমর্থন খুব দরকার।’
আরএস
No comments yet. Be the first to comment!