বিনোদন

‘প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে দীপা’ : শুভশ্রী

আপডেট: নভে ১৬, ২০২৫ : ০৫:৩৯ পিএম
‘প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে দীপা’ : শুভশ্রী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দুই বাংলাতেই সমান জনপ্রিয়। সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় তিনি। নতুন একটি প্রজেক্ট শেষ করে সেই অভিজ্ঞতা জানাতে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী।

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুভশ্রী লেখেন, “আরো একটি অসাধারণ গল্প বলার কাজ শেষ হলো। এই ধরনের গল্প খুব ভাগ্য করলে একজন শিল্পীর কাছে আসে। এই গল্প একজন শিল্পীর পরিশ্রমের ফল। শুধুমাত্র ধন্যবাদ দিয়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব নয়—ধন্যবাদ কৌশিক দা।”

পোস্টে নিজের নতুন চরিত্র ‘দীপা’কে প্রতিটি নারীর প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেন তিনি। শুভশ্রী লেখেন, “প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে দীপা। দীপার অর্থ আলোকিত, উজ্জ্বল।”

নতুন চরিত্রটি দর্শকের মনে কীভাবে জায়গা করে নেবে, সে ইঙ্গিতও দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “দীপা আসবে অনেকটা আলো নিয়ে, একটু তাপ আর একটু ছায়া নিয়ে। সেটার জন্য অপেক্ষা করতে হবে ‘ওয়েটিং রুম’-এর।” শুভশ্রীর নতুন এই চরিত্র ও গল্প শিগগিরই প্রকাশ পাবে বলে ধারণা করা হচ্ছে।


আরএস

Tags:
ভারত

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!