বিনোদন

মেহজাবীনের ব্যস্ততা কোথায় হারাল

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৫:০৩ এএম
মেহজাবীনের ব্যস্ততা কোথায় হারাল

টেলিভিশন নাটক, বিজ্ঞাপন, ওটিটি—সব ক্ষেত্রেই সমান জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি বড় পর্দায়ও নাম লিখিয়েছেন তিনি। দীর্ঘ এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে নিয়মিত ব্যস্ততায় থাকার পরও সাম্প্রতিক সময়ে তাঁর কাজের গতি স্পষ্টভাবে কমে এসেছে। ফলে ভক্তদের মধ্যে প্রশ্ন—কোথায় হারাল সেই ব্যস্ততা?

সম্প্রতি এক মামলার কারণে নতুন করে আলোচনায় আসেন মেহজাবীন। পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে টাকা আত্মসাৎসহ হুমকি–ধামকির অভিযোগে করা মামলায় তাঁর ও ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে তাঁরা আত্মসমর্পণ করলে জামিন পান। এ সময় তাঁর নতুন কোনো প্রজেক্ট বা শুটিংয়ের খবরও সামনে আসেনি, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।

এদিকে কিছুদিন আগেই নির্মাতা রেদওয়ান রনির আসন্ন চলচ্চিত্র দম–এ অভিনয়ের কথা শোনা যাচ্ছিল মেহজাবীনের। চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে তাঁকে দেখা যাবে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমেও আসে। তবে শেষ পর্যন্ত ছবিটির নায়িকা হিসেবে চূড়ান্ত হন পূজা চেরী। এতে হতাশ হন মেহজাবীনের অনেক অনুরাগী।

অথচ কয়েক বছর আগেও ছিল ভিন্ন চিত্র। নাটক, বিজ্ঞাপন, ওটিট—সব মিলিয়ে টানা শুটিংয়ে ব্যস্ততা সামলাতেই হিমশিম খেতে হতো তাঁকে। দেশের বাইরে শুটিং, মাঝে মাঝে ক্লান্তিতে আড়ালে থাকা বা বিরতি নেওয়া—এভাবেই কাটছিল তাঁর সময়। ফিল্মেও মনোযোগ দেন তিনি। বিয়ে ও হানিমুনের পর কিছু বিরতি নিলেও প্রিয় মালতি এবং সাবা আন্তর্জাতিক উৎসবে প্রশংসা পায়। তবে দেশের প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া মেলেনি।

এরপর ধীরে ধীরে কমে আসে তাঁর কাজের পরিমাণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন নিজেই জানান, আপাতত তাঁর হাতে উল্লেখ করার মতো নতুন কোনো কাজ নেই। আর এ খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে নতুন প্রশ্ন—যিনি ব্যস্ততার কারণেই দীর্ঘদিন আড়ালে থাকতেন, তিনি কি এখন ইচ্ছেমতো কাজ বেছে নিতে চাইছেন, নাকি সত্যিই কাজবিহীন সময় পার করছেন?


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!