বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জানিয়েছেন, নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় আদর্শ ও সততার ভিত্তিতে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি।”
সাক্ষাৎকারে দীপিকা জানান, ক্যারিয়ারে বহুবার মোটা পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন, কিন্তু টাকার জন্য এমন চরিত্রে অভিনয় করেননি যার কাজ বা প্রভাব সীমিত। “টাকার কাছে মাথা নত করিনি, এমন চরিত্রে অভিনয় করি নি, যেটির ছবিতে বিশেষ ভূমিকা নেই,” বলেন তিনি।
বলিউডের প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে, যেখানে তারকাদের বাজারমূল্য প্রায়শই পারিশ্রমিকের অঙ্ক দ্বারা নির্ধারিত হয়, সেখানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। দীপিকা জানান, শুরুতে আত্মবিশ্বাসের অভাব ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পায়ের তলার মাটি শক্ত হওয়ায় কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস জুগেছে। তিনি আরও বলেন, “অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। অভিজ্ঞতা থাকায় অনেক সিদ্ধান্ত সহজেই নিতে পেরেছি।”
দীপিকার এই বক্তব্য তার পেশাগত নীতিমাতা ও ব্যক্তিগত মূল্যবোধকে তুলে ধরে, যেখানে বাণিজ্যিক সাফল্য নয়, কাজের মান ও সততা সর্বোচ্চ প্রাধান্য পায়।
আরএস
No comments yet. Be the first to comment!