বিনোদন

তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার: জয়া আহসান

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৫:৩৬ এএম
তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার: জয়া আহসান

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয় জয়া আহসান। দীর্ঘদিনের সহশিল্পী আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব ও কাজের রসায়ন ইন্ডাস্ট্রিতে বিশেষভাবে প্রশংসিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, আবীরকে তিনি শুধুই সহশিল্পী নয়, ব্যক্তিগতভাবেও এক অসাধারণ মানুষ হিসেবে দেখেন।

জয়ার ভাষায়, অভিনয়জগতে বহু মানুষের সঙ্গে কাজ করলেও আবীরের মতো নির্ঝঞ্ঝাট স্বভাবের মানুষ খুব কমই দেখা যায়। তিনি বলেন, ‘ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ। আর সবচেয়ে বড় কথা, ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবীর।’ জয়া জানান, আবীরের একটি বিশেষ দিক তাঁকে বারবার মুগ্ধ করে। ‘আমি কখনো দেখিনি ও কাউকে নিয়ে সমালোচনা করছে। কেউ আঘাত পেতে পারে—এমন একটি কথাও ওর মুখে শুনিনি। তাই ওর জায়গা আমার জীবনে একটু বেশিই উপরে।’

সম্প্রতি পুতুল নাচের ইতিকথা সিনেমার প্রচারে জয়া–আবীর গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেই অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি। জয়ার ভাষায়, ‘আবীর ঢোকার সঙ্গে সঙ্গে যা হলো! আমাদের দিকে আর কারও নজর নেই। সবাই শুধু ওর দিকেই তাকিয়ে। মুগ্ধ নয়নে সবাই আবীরকে দেখছিল। ওর প্রতি অনুরাগীরা কতটা পাগল—সেটা সেদিন আরও পরিষ্কার বোঝা গেল। এই ভক্তদের সামলানো এবং সবটুকু যত্নে রাখা সত্যিই কঠিন। আবীর খুব সুন্দরভাবে মেন্টেন করে।’ বন্ধুর ব্যক্তিজীবনের প্রশংসাও করলেন জয়া। ‘আবীরের থেকে অনেক কিছু শেখার আছে। সংসার ও কর্মজীবন পাশাপাশি সামলানো সহজ কাজ নয়। আবীর খুব সুন্দরভাবে পরিবারকে প্রাধান্য দিয়ে সংসার জীবন মেনটেন করে, আবার কাজের জায়গাটাও দারুণ ব্যালান্স করে।’ জয়ার কথায়, ‘ওর অনুভূতি মন থেকেই আসে—যার জন্যই হোক। আর এটা কোনোভাবেই ফেক নয়। ও যেন সারাজীবন এমনই থাকে। আমরা যা করতে পারি না, সেটা ও অতি যত্নে করে দেখায়। কর্মজীবন আর পরিবার একসঙ্গে সামলানো কঠিন—এই ধারণা ও অনেকবার ভুল প্রমাণ করেছে।’

 

আরএস

Tags:
ভারত

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!