পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় কনসার্টে উপস্থিত হয়ে মঞ্চ মাতাবেন। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে এই জমকালো ওপেন এয়ার কনসার্ট, যার শিরোনাম দেওয়া হয়েছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’।
মেইন স্টেজের ফেসবুক পেজে জানানো হয়েছে, কনসার্টের দিন বেলা ১টায় গেট খুলে দেওয়া হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। অগ্রিম টিকিট বিক্রি শিগগিরই শুরু হবে। এর আগে গত বছর ২৯ নভেম্বর ঢাকায় ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে আতিফ আসলাম তাঁর জনপ্রিয় গানগুলো যেমন ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’ এবং ‘তু জানে না’ পরিবেশন করে দর্শকদের মনোমুগ্ধ করেছিলেন।
আরএস
No comments yet. Be the first to comment!