পরিবেশ

নওগাঁয় নেই সূর্যের দেখা, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

আপডেট: ডিসে ২১, ২০২৫ : ০৫:৫২ এএম
নওগাঁয় নেই সূর্যের দেখা, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

নওগাঁয়ে কয়েক দিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। সকাল হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, যা রাস্তাঘাট ভিজিয়ে জনজীবন বিপর্যস্ত করছে।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী, আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন।

বদলগাছী আবহাওয়া অফিসের কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, “গত দুই দিন ধরে সূর্য মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। তাই শীতের অনুভূতি বেশি হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া ভোরে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

আরএস

Tags:
কুয়াশা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!