পরিবেশ

নওগাঁয় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৫:০৬ এএম
নওগাঁয় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি

উত্তরের জেলা নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এক দিনের ব্যবধানে তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কমে জেলাজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। 

আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় নওগাঁয় চলতি মৌসুমের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে জেলা।

ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢাকা পড়ে। কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে সকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় কিছুটা স্বস্তি মিললেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আবারও শীত বাড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ আরও তীব্র হয়ে ওঠে।

শীত বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। ভ্যানচালক আলম মিয়া বলেন, “গত দুই দিন শীত একটু কম ছিল। আজ ভোর থেকেই আবার প্রচণ্ড শীত পড়েছে। কুয়াশার কারণে সকাল ১০টা পর্যন্তও ঠিকমতো কিছু দেখা যাচ্ছিল না। যাত্রীও খুব কম।”

নওগাঁ শহরের হাপানিয়া এলাকার বাসিন্দা স্বপন আহমেদ বলেন, “সন্ধ্যার পর থেকেই শীতের তীব্রতা বেড়ে যায়। কুয়াশা আর হিমেল হাওয়ায় শীত কয়েক গুণ বেশি মনে হচ্ছে। মানুষ এখন সন্ধ্যা থেকেই গরম কাপড় পরে বাইরে বের হচ্ছে।”

বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে আগামী কয়েক দিন শীত আরও বাড়তে পারে। বিশেষ করে রাত ও ভোরে কুয়াশার প্রভাব অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!