আন্তর্জাতিক

রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের তেরনোপিলে এক রাতে নিহত ২৫

আপডেট: নভে ২০, ২০২৫ : ০৭:৩৭ এএম ১১
রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের তেরনোপিলে এক রাতে নিহত ২৫

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক রাতে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৭ জন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। আহত শিশুর সংখ্যা ১৫। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গত মঙ্গলবার রাতে সীমান্তবর্তী এই শহরে হামলা চালায় রুশ বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম এপিকে উদ্ধৃত করে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেদিন তেরনোপিল, লভিভ ও খারকিভে ৪৮৩টি ড্রোন এবং ৪৮টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪৪২টি ড্রোন ও ৪২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও বাকি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা যায়নি। ওই ছয়টি ক্ষেপণাস্ত্রের আঘাতেই ঘটে ভয়াবহ হতাহতের ঘটনা।

নিহত তিন শিশুর বয়স ছিল ৫, ৭ ও ১৬ বছর। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, নিহত ২৫ জনের মধ্যে ১৯ জন জীবন্ত পুড়ে মারা গেছেন। এদের মধ্যে তিনটি শিশুও ছিল।
হামের পরপরই ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবা বাহিনীর ৪৫টি ইউনিটের ১৬০ জন সদস্য উদ্ধারকাজে অংশ নেন। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে—নিহত ও আহত মিলিয়ে। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, “ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর রুশ বাহিনীর প্রতিটি নির্লজ্জ হামলা আমাদের মনে করিয়ে দেয়—রাশিয়ার বিরুদ্ধে বৈশ্বিক চাপ মোটেও যথেষ্ট নয়।”

 

আরএস

Tags:
ইউক্রেন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!