আন্তর্জাতিক

পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

আপডেট: নভে ২১, ২০২৫ : ০৫:৪৩ এএম ১৭
পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে আজ শুক্রবার ভোরে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমির প্রায় ১৩৫ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলেন, গভীর উৎসের ভূমিকম্প সাধারণত পৃষ্ঠে কম মাত্রায় অনুভূত হয়। কারণ ভূকম্পন তরঙ্গ ভূমির অভ্যন্তরে দীর্ঘ পথ অতিক্রম করে আসে। বিপরীতে অগভীর ভূমিকম্প তুলনামূলক বেশি বিপদজনক; সেগুলোর কম্পন দ্রুত ও তীব্রভাবে স্থলভাগে পৌঁছে ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়ায়।

দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারত এমন একটি অঞ্চলে অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ ঘটে। তাই অঞ্চলটিকে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প প্রায়ই সীমান্ত পেরিয়ে একাধিক দেশে অনুভূত হয়। পাকিস্তানের ভৌগোলিক অবস্থানও দেশটিকে উচ্চ ঝুঁকিতে রেখেছে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও গিলগিট–বালতিস্তান ইউরেশীয় প্লেটের দক্ষিণ প্রান্তে অবস্থিত; অন্যদিকে সিন্ধু ও পাঞ্জাব রয়েছে ভারতীয় প্লেটের উত্তর–পশ্চিমাংশে। ফলে এসব অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক বেশি। বিশেষ করে বেলুচিস্তান আরবিয়ান ও ইউরেশীয় প্লেটের সক্রিয় সীমান্তের কাছাকাছি হওয়ায় অধিক ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। তবে পাঞ্জাব ও সিন্ধুও ভূমিকম্পের সম্ভাবনা থেকে একেবারে নিরাপদ নয়।

সূত্র: এনডিটিভি


আরএস

Tags:
পাকিস্তান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!