রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা একটি সম্ভাব্য ভিত্তি হতে পারে। তবে কিয়েভ প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে রুশ বাহিনী আরও অগ্রসর হবে বলে হুঁশিয়ার করেন তিনি। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, ন্যাটো, ভূখণ্ডের প্রশ্ন এবং রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোর স্বীকৃতিসহ মস্কোর মূল দাবিগুলোকে সমর্থন করে এমন একটি শান্তি প্রস্তাব তিনি ইউক্রেনকে দিয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপও বাড়ানো হয়। শুক্রবার রুশ নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, “আমি মনে করি এটি একটি চূড়ান্ত শান্তিপূর্ণ সমাধানের ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।” তিনি জানান, ২৮ দফার ওই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনা এখনো হয়নি, তবে মস্কো এর একটি অনুলিপি হাতে পেয়েছে। পুতিনের দাবি, ইউক্রেন ও ইউরোপীয় শক্তিগুলো এখনো বুঝতে পারেনি যে রুশ বাহিনী মাঠে অগ্রসর হচ্ছে এবং শান্তি না এলে এ অগ্রগতি অব্যাহত থাকবে।
বর্তমানে রাশিয়া ইউক্রেনের ১৯ শতাংশের বেশি এলাকা—প্রায় ১ লাখ ১৫ হাজার ৫০০ বর্গকিলোমিটার—নিয়ন্ত্রণ করছে। ডনবাসের পুরো অঞ্চলসহ খেরসন ও ঝাপোরিঝিয়া দখলেও মস্কোর আগ্রহ রয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেন, “দেশ মর্যাদা ও স্বাধীনতা হারানোর ঝুঁকিতে রয়েছে।” পুতিন আরও জানান, আগস্টে আলাস্কার শীর্ষ সম্মেলনের আগেই ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল এবং ওয়াশিংটনের অনুরোধে কিছু বিষয়ে রাশিয়া ‘আপস’ করেছে। কিন্তু মার্কিন প্রশাসন এখনো ইউক্রেনকে সম্মত করাতে সক্ষম হয়নি। ২ নভেম্বরের পর থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্কের প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ রুশ বাহিনী নিয়েছে। পুতিন সতর্ক করে বলেন, কিয়েভ যদি আলোচনায় না আসে, তবে কুপিয়ানস্কের মতো পরিস্থিতি ফ্রন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও ঘটবে।
আরএস
No comments yet. Be the first to comment!