আন্তর্জাতিক

মিয়ানমারে ৫.৩ মাত্রার ভূমিকম্প

আপডেট: নভে ২৩, ২০২৫ : ০৭:৫২ এএম ২০
মিয়ানমারে ৫.৩ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি

দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও টের পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওই শহরের পশ্চিম–দক্ষিণপশ্চিম দিকে ২৬৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার বাংলাদেশজুড়ে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পরবর্তী কম্পন বা আফটারশক হিসেবে রোববারের এই ভূমিকম্প ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো।


আরএস

Tags:
মিয়ানমার ভূমিকম্প

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!