আন্তর্জাতিক

৩০ দিনে ১ কোটি ৩৯ লাখের বেশি ওমরাহ পালিত

আপডেট: নভে ২৭, ২০২৫ : ০৫:৫৪ এএম ১৩
৩০ দিনে ১ কোটি ৩৯ লাখের বেশি ওমরাহ পালিত

সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত মুসলিমরা ৩০ দিনে মোট ১ কোটি ৩৯ লাখের বেশি ওমরাহ আদায় করেছেন। ১৪৪৭ হিজরি বর্ষের জমাদিউল আউয়াল মাসে এই ওমরাহ পালন করেন সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগমন করা মুসলিমরা। এর আগে রবিউস সানি মাসে ওমরাহ পালন করেছিলেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম।

হারামাইন বিষয়ক জেনারেল অথরিটির সহযোগিতায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ে ১৭ লাখের বেশি বিদেশি ওমরাহযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ডিজিটাল সেবা, সমন্বিত লজিস্টিক সহায়তা এবং উন্নত ব্যবস্থাপনা তাদের আগমন ও ওমরাহ পালনের আনুষ্ঠানিকতাকে আরও সহজ করেছে।

মন্ত্রণালয়ের মতে, ওমরাহযাত্রীদের এই ক্রমবর্ধমান সংখ্যা সৌদি আরবের হজ, ওমরাহ ও জিয়ারত ব্যবস্থার উন্নয়নের প্রমাণ। মুসলিম বিশ্বের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানোর পথ আরও সহজ করতে দেশটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, যা ফলপ্রসূ হয়েছে বলে পরিসংখ্যান প্রদর্শন করছে।

সূত্র: সৌদি গেজেট


আরএস

Tags:
সৌদি আরব

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!