হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলায় ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল।
ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, এ ঘটনায় আরও ১২৩ জন আহত হয়েছেন, যার মধ্যে আটজন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। নিহতের মধ্যে ৫১ জন ঘটনাস্থলেই মারা যান, বাকি চারজন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে ২৭৯ জন নিখোঁজের তথ্য পাওয়া যায়, তবে সর্বশেষ আপডেটে নিখোঁজের বিষয়ে কিছু জানা যায়নি।
বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় আগুন ধরে এবং তা দ্রুত অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে। আগুন ১৫ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা, এর মধ্যে দুজন পরিচালক ও একজন পরামর্শক। আগুন ‘অস্বাভাবিকভাবে’ ছড়িয়ে যাওয়ার কারণে অনেক বাসিন্দা বের হতে পারেননি। কমপ্লেক্সে পলিস্টাইরিনসহ দাহ্য পদার্থ, নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারও সেফটি স্ট্যান্ডার্ড পূরণে ব্যর্থ ছিল, যা আগুন আরও ভয়াবহ করেছে।
আরএস
No comments yet. Be the first to comment!