আন্তর্জাতিক

ভোক্তা পর্যায়ে পেট্রোল–ডিজেলের দাম কমাল পাকিস্তান

আপডেট: ডিসে ০১, ২০২৫ : ০৫:৫০ এএম ২৪
ভোক্তা পর্যায়ে পেট্রোল–ডিজেলের দাম কমাল পাকিস্তান

সাধারণ ভোক্তা পর্যায়ে পেট্রোল ও হাই স্পিড ডিজেলের দাম কমিয়েছে পাকিস্তান সরকার। আজ শনিবার (১ ডিসেম্বর) থেকে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, প্রতি লিটার পেট্রোলের দাম ২ রুপি এবং হাই স্পিড ডিজেলের দাম ৪ দশমিক ৭৯ রুপি কমানো হয়েছে। ফলে এখন থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোলের দাম ২৬৩ দশমিক ৪৫ রুপি এবং হাই স্পিড ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ২৭৯ দশমিক ৬৫ রুপি। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স বিভাগ। তারা জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও পরিস্থিতি পর্যালোচনা করে এবং তেল-গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওগরা’র (অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি কমিশন) সুপারিশের ভিত্তিতে এই মূল্যহ্রাস করা হয়েছে।

তবে ওগরা জানিয়েছে, সংস্থাটির পক্ষ থেকে পেট্রোলের দাম আরও ৩ দশমিক ৭০ রুপি কমানোর পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু সরকার তাদের পরামর্শ পুরোপুরি গ্রহণ করেনি। ওগরা’র কর্মকর্তারা বলেন, উপসাগরীয় অঞ্চলে কুয়েতের আল-জৌর রিফাইনারির কয়েকটি ইউনিট চালু হওয়ায় পাকিস্তানে তেলের সরবরাহ বেড়েছে। কুয়েতের সঙ্গে জ্বালানি আমদানিতে চুক্তি থাকায় এর সুফল পেয়েছে দেশটির বাজার, যা মূল্য কমাতে সহায়ক হয়েছে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই মূল্য আগামী ১৫ দিন পর্যন্ত বহাল থাকবে।

সূত্র : জিও নিউজ

আরএস

Tags:
পাকিস্তান পেট্রোল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!