আন্তর্জাতিক

ভারতকে বাদে বাংলাদেশ-চীনসহ কয়েকটি দেশ নিয়ে আলাদা জোট করতে চায় পাকিস্তান

আপডেট: ডিসে ০৬, ২০২৫ : ০৬:৩০ এএম ১২
ভারতকে বাদে বাংলাদেশ-চীনসহ কয়েকটি দেশ নিয়ে আলাদা জোট করতে চায় পাকিস্তান

পাকিস্তান ভারতের বাইরে বাংলাদেশ, চীনসহ কয়েকটি দেশকে নিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার জানিয়েছেন, ইতিমধ্যে ত্রিদেশীয় জোটের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এতে অন্যান্য দেশকেও অন্তর্ভুক্ত করে জোটের পরিধি সম্প্রসারণ করা সম্ভব।

ইশহাক দার বুধবার (৩ ডিসেম্বর) ইসলামাবাদ কনক্লেভ ফোরামে বলেন, “আমরা নিজেদের লাভবান হওয়ার পাশাপাশি অন্যের ক্ষতি হওয়ার বিপক্ষে। সবসময় সংঘাতের পরিবর্তে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছি।” তিনি মূলত সার্কের বিকল্প হিসেবে এই নতুন আঞ্চলিক জোট গঠনের কথা বলেছেন। কারণ ভারত-পাকিস্তানের দীর্ঘমেয়াদি উত্তেজনার কারণে সার্ক কার্যত অকার্যকর হয়ে আছে।

গত জুনে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বৈঠকটিকে কোনো তৃতীয় দেশকে উদ্দেশ্য করে নয় বলে জানানো হয়েছিল।

ইশহাক দার বলেন, “দক্ষিণ এশিয়ায় আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক ঝুলন্ত। আমাদের নিজস্ব জাতীয় উন্নয়ন এবং আঞ্চলিক অগ্রাধিকার কারও অনমনীয়তার কাছে কখনো জিম্মি হওয়া উচিত নয়।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন জোটের মাধ্যমে দ্বন্দ্বগুলো শান্তিপূর্ণভাবে সমাধান এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানো সম্ভব।

বিশ্লেষকরা মনে করেন, পাকিস্তানের উদ্যোগ উচ্চাকাঙ্খী হলেও আঞ্চলিক সহযোগিতার জন্য একটি সুযোগ তৈরি করতে পারে। লাহোর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রাবিয়া আক্তার বলেন, “যখন সার্ক স্থবির, তখন ছোট, নির্দিষ্ট বিষয়ভিত্তিক জোটের মাধ্যমে বাস্তবিক গুরুত্ব থাকা দেশের জন্য এটি কার্যকর হতে পারে। তবে ভারত-পাকিস্তান ও ভারতের রাজনৈতিক স্বার্থ জোটের বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে।”

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় পাকিস্তানের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জটিল হতে পারে। পাশাপাশি, চীনকে যুক্ত করে ত্রিদেশীয় জোট গঠনের ফলে ভারত-চীনের প্রতিযোগিতাও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

পটভূমি:
সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) ১৯৮৫ সালে গঠিত হয়। এর সদস্য দেশগুলো: বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সারা ৪০ বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধিতে সার্ক কার্যকর হতে পারেনি। বিশেষ করে ভারত-পাকিস্তানের দীর্ঘমেয়াদি দ্বন্দ্বের কারণে আঞ্চলিক সংযোগ সীমিত এবং সার্ক অকার্যকর অবস্থায় রয়েছে।

সূত্র: আলজাজিরা

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!