আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সকল দর্শনার্থীর সাক্ষাৎ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে দেশটির সরকার।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি ইমরান খানকে ‘যুদ্ধ-উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে অভিহিত করেছেন। এর আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে ‘মানসিক রোগী’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর কয়েক ঘণ্টা পরই তার সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তথ্যমন্ত্রী তারার দেশটির গণমাধ্যম জিও টিভির ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে বলেন, “কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ হয় আইন ও প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী। এখন কোনো সাক্ষাৎ নেই। সব সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জোরপূর্বক ইমরান খানের সঙ্গে দেখা করতে চাইবে বা এ নিয়ে কোনো আন্দোলন চালাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “জেলে বসে শত্রুকে কোনো এজেন্ডা বাস্তবায়নের অনুমতি দেওয়া হবে না।”
দুই দিন আগে ইমরান খানের বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তার ভাইকে দেখতে যান। সেখান থেকে ফিরে এসে তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রমে ইমরান ‘ক্ষুব্ধ’। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহে তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি। এ নিয়ে সমালোচনা ও পিটিআই বিক্ষোভের ডাক দেওয়ায় তার বোনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়েছিল।
সূত্র: জিও টিভি
আরএস
No comments yet. Be the first to comment!