বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী সপ্তাহে ভারতের কলকাতায় যাচ্ছেন বাংলাদেশের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। এতে আট মুক্তিযোদ্ধা, ব্রিগেডিয়ার পদমর্যাদার একজনসহ দুই সেনা কর্মকর্তা ও তাঁদের স্ত্রী রয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পত্রিকাটি জানিয়েছে, গত বছরের মতো এবারও সীমিত পরিসরে বিজয় দিবস পালন করবে ভারত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতার প্রেক্ষাপটে তারা প্রতিবছর ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবেও পালন করে থাকে।
টাইমস অব ইন্ডিয়া ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বাংলাদেশি প্রতিনিধি দলটি ১৪ ডিসেম্বর কলকাতায় পৌঁছাবে। পরদিন তারা ইস্টার্ন কমান্ডের মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং সেন্টার এলাকায় আয়োজিত ‘মিলিটারি ট্যাটু’–তে অংশ নেবেন। প্রতিনিধি দলটি লোকভবনে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গেও দেখা করতে পারেন।
বিজয় দিবসের মূল অনুষ্ঠান হবে ১৬ ডিসেম্বর। সেদিন কলকাতার বিজয় স্মারকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরএস
No comments yet. Be the first to comment!