দুই যুগ পর লিওনেল মেসি ভারতে। জিওএটি ট্যুরের এক অনুষ্ঠানে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজক কমিটির ত্রুটির কারণে ঘটে বিশৃঙ্খলা। সমর্থকরা মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান। পরে আয়োজক প্রধানকে গ্রেপ্তার করা হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার ঘটনা ঘটে।
এই বিব্রতকর পরিস্থিতি বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ‘নিউ ইয়র্ক টাইমস’, ব্রিটেনের ‘গার্ডিয়ান’ ও ‘বিবিসি’, স্পেনের ‘মার্কা’ এবং ফ্রান্সের ‘লে কিপ’ সংবাদমাধ্যমে কলকাতার এই ঘটনার বিশদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
‘নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছে, মেসিকে স্পষ্টভাবে দেখা যায়নি। তিনি এক ঘণ্টারও বেশি সময় থাকার কথা থাকলেও নিরাপত্তার কারণে দ্রুত মাঠ থেকে বের করা হয়। ‘বিবিসি’ জানিয়েছে, মাত্র ২২ মিনিট মাঠে থাকার পর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে চেয়ার ও বোতল ছোড়া শুরু করেন। ‘মার্কা’ জানিয়েছে, দর্শকরা হাজার হাজার টাকা খরচ করে এসেও মেসিকে দেখা পাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন।
বিশৃঙ্খলার এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে এবং মেসির ভারত সফরের উদ্বোধনী মুহূর্তকে ছাপিয়ে গেছে।
আরএস
No comments yet. Be the first to comment!