আন্তর্জাতিক

প্রতিশোধ ও বিদ্বেষ কেবল বিভাজন বাড়াবে: জাতিসংঘের মানবাধিকারপ্রধান

আপডেট: ডিসে ১৯, ২০২৫ : ০৪:৩৮ পিএম
প্রতিশোধ ও বিদ্বেষ কেবল বিভাজন বাড়াবে: জাতিসংঘের মানবাধিকারপ্রধান

জুলাই আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারপ্রধান ভলকার তুর্ক। তিনি বলেছেন, প্রতিশোধ ও বিদ্বেষ কেবল সমাজে বিভাজন বাড়াবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটির দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।

ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দেয়। এসব বিক্ষোভের সময় গণমাধ্যমসহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন বলেও উল্লেখ করা হয়।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভলকার তুর্ক বলেন, এই সময়ে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং মতপ্রকাশের অধিকার সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবাধিকার রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে কর্তৃপক্ষসহ সব অংশীজনের সঙ্গে কাজ করতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রস্তুত রয়েছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!