আন্তর্জাতিক

সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বেড়ে ৫০০

আপডেট: ডিসে ২০, ২০২৫ : ০৫:১৭ এএম
সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বেড়ে ৫০০

সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বর্তমানে বছরে ৫০০ এ উন্নীত করা হয়েছে। দেশটির রিয়া‌দে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শুক্রবার (১৯ ডিসেম্বর) এই তথ্য জানায়।

দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও ডিপ্লোমা কোর্সে বিদেশি শিক্ষার্থীরা বৃত্তির মাধ্যমে অধ্যয়ন করতে পারবেন। অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল—মোট ১০টি বিষয়ে বৃত্তির সুযোগ রয়েছে।

স্নাতক পর্যায়ের জন্য শিক্ষার্থীর বয়স ১৭–২৫ বছর, স্নাতকোত্তরের জন্য ৩০ বছর এবং পিএইচডির জন্য ৩৫ বছর হতে হবে। বৃত্তির আওতায় পড়ার সুযোগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, হাইল বিশ্ববিদ্যালয়, নাজরান বিশ্ববিদ্যালয়, জাযান বিশ্ববিদ্যালয়, উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয় ও কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়।

পূর্বে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আবেদন করতে হতো। এখন Study in Saudi নামের একক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা সর্বোচ্চ ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করে আবেদন করতে পারবেন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নির্বাচন মেধা ও নির্ধারিত কোটা অনুযায়ী করা হবে।

বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানার জন্য ভিজিট করুন: https://studyinsaudi.moe.gov.sa/Universities


আরএস

Tags:
সৌদি আরব

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!