ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ উঠেছে। হাসপাতালের অর্থোপেডিক সার্জন বাঁ পায়ের হাড় ভাঙা ৭৫ বছরের রোগী রেণু বিবির ডান পায়ে অস্ত্রোপচার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ ডিসেম্বর মালোপাড়া এলাকার রেণু বিবি বাড়ির সিঁড়িতে পা পিছলে পড়েন। এতে তার বাঁ পায়ের ‘হিপ জয়েন্টে’ গুরুতর চোট লাগে। পরিবারের তৎপরতায় রেণুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা অপারেশনের পরামর্শ দেন এবং পরিবারের সম্মতি নিয়ে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
অপারেশনের পর দেখা যায়, রেণুর বাঁ পায়ের বদলে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর রেণু নিজেই চিৎকার করে জানান, ‘ভুল হয়েছে… ভুল!’ চিকিৎসকরা পরে তাকে পুনরায় অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং ভাঙা বাঁ পায়ে দ্রুত ট্রাকশন দেওয়ার ব্যবস্থা করেন।
হাসপাতালের কিছু কর্মকর্তা দাবি করেছেন, বৃদ্ধার দুই পায়ে চোট ছিল। তবে পরিবারের প্রশ্ন, ‘যদি বাঁ পায়ে অস্ত্রোপচার করতে হতো, তাহলে ডান পায়ে কেন করা হলো?’ এক্স-রে ও শারীরিক পরীক্ষার পরও এই ভুলের কারণ অজানা।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার অনাদি রায় চৌধুরী জানান, “লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি, তবে মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে গাফিলতি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
আরএস
No comments yet. Be the first to comment!