ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কংগ্রেস দলের লোকসভার সদস্য শশী থারু বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শশী থারু বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে পরিকল্পিত হামলা ও অগ্নিসংযোগ কেবল দুটি গণমাধ্যমকে টার্গেট করেছে না; এটি সংবাদপত্রের স্বাধীনতা ও একটি বহুমাত্রিক সমাজের ভিত্তির ওপর চরম আঘাত।” তিনি সম্পাদক মাহফুজ আনাম ও অন্যান্য সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের প্রাক্কালে এ ধরনের সংঘাত ও অসহিষ্ণুতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশুভ সংকেত বহন করছে।
শশী থারু বলেন, ক্রমবর্ধমান নিরাপত্তাজরুরির কারণে খুলনা ও রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে, যা শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে চরম সমস্যায় ফেলেছে। তিনি বলেন, কূটনৈতিক মিশনগুলোকে নিরাপদ রাখার জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শান্তি ফেরানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শশী থারু বলেন, “বাংলাদেশের স্থিতিশীলতা পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি, শান্তি ফিরে আসবে এবং জনগণের কণ্ঠস্বর ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে, সহিংসতা বা হুমকির মধ্য দিয়ে নয়।”
আরএস
No comments yet. Be the first to comment!