নিজেদের মিসাইল কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা করবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে ইরান। দেশটির দাবি, এই কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং বিদেশি হামলা প্রতিহত করার উদ্দেশ্যেই এটি গড়ে তোলা হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাকাঈ এ কথা বলেন। তিনি বলেন, ইরানের মিসাইল কর্মসূচি জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এ বিষয়ে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না।
ঈসমাইল বাকাঈ বলেন, ‘ইরানের মিসাইল কর্মসূচি দেশের ভূখণ্ড রক্ষার জন্য তৈরি করা হয়েছে। বিদেশি আগ্রাসন প্রতিহত করাই এর উদ্দেশ্য। ফলে এ কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না।’ এর মধ্যে ইরান নতুন করে মিসাইল মহড়া শুরু করেছে। এ মহড়া ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েল আশঙ্কা প্রকাশ করে বলেছে, মহড়ার আড়ালে ইরান তাদের লক্ষ্য করে হামলা চালাতে পারে।
এর আগেও ইরানের মিসাইল ও পারমাণবিক কর্মসূচিকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল। গত জুনে দুই দেশের মধ্যে স্বল্পমেয়াদি সামরিক সংঘাত হয়, যা প্রায় ১২ দিন স্থায়ী ছিল। ওই সময়ে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় মিসাইল হামলা চালানোর দাবি করে।
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
সূত্র: আল আরাবিয়া
No comments yet. Be the first to comment!