আন্তর্জাতিক

পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরকে ‘অত্যন্ত সম্মানিত’ ব্যক্তি বলে বর্ণনা করলেন ট্রাম্প

আপডেট: ডিসে ২৩, ২০২৫ : ০৫:৪৩ এএম
পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরকে ‘অত্যন্ত সম্মানিত’ ব্যক্তি বলে বর্ণনা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরকে ‘অত্যন্ত সম্মানিত’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য একটি যুদ্ধ তিনি রোধ করতে সহায়তা করেছেন।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডায় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলানের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ থামিয়েছি। ফিল্ড মার্শাল মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আমাকে জানিয়েছেন, এভাবে এক কোটি মানুষের জীবন বাঁচানো হয়েছে।”

ট্রাম্প বলেন, “পাকিস্তান-ভারত যুদ্ধে আটটি বিমান ভূপাতিত হয়েছিল। যুদ্ধ আরও ভয়াবহ আকার নিতে যাচ্ছিল। এ পর্যন্ত আমি মোট আটটি যুদ্ধ থামিয়েছি।”

প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে নতুন ‘ট্রাম্প ক্লাস’ যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনাও উন্মোচন করেন। তিনি জানান, এই যুদ্ধজাহাজ নৌবাহিনীর সম্প্রসারিত ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে ট্রাম্প বারবার পারমাণবিক ক্ষমতাসম্পন্ন প্রতিবেশী দুই দেশ—ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের কৃতিত্ব নিজের দাবি করেছেন। দেশ দুটি স্বাধীনতার পর থেকে তিনটি যুদ্ধ করেছে এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর ইস্যুতে এখনও বিরোধে জড়িত।

এ বছরের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষ ঘটে। ভারত অধিকৃত কাশ্মীরের পেহালগাম এলাকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর এই উত্তেজনা সৃষ্টি হয়। নয়াদিল্লি হামলার পেছনে পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুললেও ইসলামাবাদ তা অস্বীকার করে। ওই হামলায় ২৬ জন নিহত হন, যা ২০০৮ সালের মুম্বই হামলার পর ভারতের ওপর সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী আক্রমণ হিসেবে বিবেচিত।

এই ঘটনার পর ভারত তিন দিন ধরে পাকিস্তানের ওপর আক্রমণ চালায়। পরে আত্মরক্ষার অংশ হিসেবে পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ পরিচালনা করে এবং পাল্টা জবাব দেয়।

আরএস

Tags:
পাকিস্তান ট্রাম্প

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!