আন্তর্জাতিক

ওদের কাছ থেকে দিল্লি কেড়ে নেবো: মমতা

আপডেট: ডিসে ২৩, ২০২৫ : ০৬:১২ এএম ১১
ওদের কাছ থেকে দিল্লি কেড়ে নেবো: মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হলে বিজেপির হাত থেকে দিল্লির ক্ষমতা কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা ব্যানার্জী। তিনি বলেছেন, “বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে জিরো করে দেবো। বাংলায় জিতলে দিল্লি কেড়ে নেবো। ওদের সরকার পড়ে যাবে।”

সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথস্তরের কর্মীদের নিয়ে আয়োজিত এক দলীয় সভায় এসব কথা বলেন মমতা ব্যানার্জী।

কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) করতে গিয়ে কতজন রোহিঙ্গাকে খুঁজে পাওয়া গেছে, তার জবাব দিতে হবে। তিনি সংখ্যালঘু, আদিবাসী, তফশিলি, রাজবংশী ও মতুয়াসহ সব শ্রেণি-পেশার মানুষকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানান।

মমতা ব্যানার্জীর অভিযোগ, ভোটার তালিকা থেকে কার নাম বাদ যাবে, তা বিজেপির পার্টি অফিসে বসেই ঠিক করা হচ্ছে। তিনি বলেন, “অপদার্থ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণ করছেন। প্রধানমন্ত্রী এবং দেশকেও তিনি নিয়ন্ত্রণ করছেন।”

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে মমতা বলেন, খসড়া তালিকায় বাংলা ও ইংরেজি নামের বানানে অসংখ্য ভুল রয়েছে। অনেক ক্ষেত্রে পদবি পরিবর্তন বা বিয়ের পর নারীদের স্থানান্তরের কারণে নাম বাদ পড়েছে। তিনি আরও বলেন, ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নামও বাদ দেওয়া হয়েছে।

মমতা ব্যানার্জী বলেন, “যতই এসআইআর করুন, বাংলা হবে না আপনাদের। বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে শূন্য করে দেবো। বাংলায় জিতলে দিল্লি কেড়ে নেবো। ২০২৬ সালে বিজেপি ও সাম্প্রদায়িক শক্তির বিসর্জন হবে।”

শেষে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাঁর দীর্ঘদিনের সংগ্রামকে সম্মান জানাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামতে হবে এবং নির্বাচনে জয়ী হতে হবে।


আরএস

Tags:
মমতা ভারত দিল্লি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!