আন্তর্জাতিক

মসজিদে নববীর ২৫ বছরের মুয়াজ্জিন শায়খ ফয়সাল নোমান ইন্তেকাল

আপডেট: ডিসে ২৩, ২০২৫ : ০৬:২৩ এএম
মসজিদে নববীর ২৫ বছরের মুয়াজ্জিন শায়খ ফয়সাল নোমান ইন্তেকাল

মসজিদে নববীর প্রবীণ মুয়াজ্জিন শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান আজ মঙ্গলবার ইন্তেকাল করেছেন। মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি মরহুমের পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে।

ইন্তেকালের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়। শায়খ ফয়সাল ২০০১ (হিজরি ১৪২২) থেকে ২০২৫ (হিজরি ১৪৪৭) সাল পর্যন্ত টানা ২৫ বছর মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পরিবার কয়েক প্রজন্ম ধরে মসজিদে নববীতে আজানের দায়িত্বে যুক্ত। তার দাদা এবং পিতাও দীর্ঘকাল এই দায়িত্ব পালন করেছেন।

মরহুম শায়খ ফয়সাল প্রতিটি রমজান মাসে লাখো মুসল্লির মধ্যে আজান, তারাবিহ ও কিয়ামুল লাইল পরিচালনার মাধ্যমে মসজিদে নববীর ঐতিহ্য বজায় রাখার দায়িত্ব পালন করেছেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

আরএস

Tags:
সৌদি আরব

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!