ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই আজ বুধবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় দেশটির হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। এ সময় ভারতের পক্ষ থেকে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়।
বার্তাসংস্থাটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, এই হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে—এমন অভিযোগ ওঠায় বিষয়টি স্পষ্ট করতে বাংলাদেশ সরকারকে পূর্ণাঙ্গ তদন্ত করার অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি।
প্রতিবেদনে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে ওসমান হাদি নিহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। এ ঘটনার পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব দৃশ্যমান হয়ে উঠেছে বলেও উল্লেখ করেছে পিটিআই।
এদিকে এর আগে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ। বৈঠকে ভারতের নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনাগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়।
এর আগে চলতি মাসের ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্য নিয়ে সরকারের উদ্বেগ জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন ভারতে আশ্রয় না পায়, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়।
অন্যদিকে, ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এক সপ্তাহ না পেরোতেই মঙ্গলবার তাঁকে আবারও তলব করে ভারত।
সূত্র: পিটিআই
আরএস
No comments yet. Be the first to comment!