সৌদি আরবের বর্ডার গার্ড লোহিত সাগর থেকে দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে। বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা তাদের উদ্ধার করেন।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশিদের নৌকাটি ভেঙে যাওয়ায় তারা সাগরে আটকা পড়েন। সৌদি সীমান্তরক্ষীরা দ্রুত তাদের উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছেন। সৌদি বর্ডার গার্ডের পরিচালক সকলকে সমুদ্রের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি সমুদ্রে যাওয়ার আগে জাহাজ বা নৌকা চলাচলের উপযোগী কিনা নিশ্চিত করার পাশাপাশি জরুরি প্রয়োজনে নির্ধারিত নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।
সূত্র: সৌদি গ্যাজেট
আরএস
No comments yet. Be the first to comment!