আন্তর্জাতিক

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল

আপডেট: ডিসে ২৬, ২০২৫ : ০৫:০৭ পিএম
সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল

সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই স্বীকৃতির মধ্য দিয়ে সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হলো ইসরায়েল। একই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তিও সই হয়েছে।

আজ শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপ আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির কথাও তুলে ধরা হয়।

সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি এই স্বীকৃতিকে স্বাগত জানিয়ে একে ‘কৌশলগত অংশীদারত্বের’ সূচনা হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সোমালিল্যান্ড আন্তরিকভাবে স্বাগত জানায়। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং আব্রাহাম চুক্তিতে যোগ দিতে সোমালিল্যান্ড প্রস্তুত রয়েছে।

১৯৯১ সালে সোমালিল্যান্ড একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে। এরপর দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা চালিয়ে আসছে অঞ্চলটি। গত বছর দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট আবদুল্লাহির কাছে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ছিল অন্যতম অগ্রাধিকার।

পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জানান, দুই দেশ পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। এর আওতায় রাষ্ট্রদূত নিয়োগ এবং দূতাবাস খোলার পরিকল্পনা রয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ দিতে তাঁর মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদুল্লাহিকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই ঐতিহাসিক ঘোষণার জন্য প্রেসিডেন্ট আবদুল্লাহি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র: এএফপি।


আরএস

Tags:
ইসরায়েল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!