আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুনে নিহত ১৬

আপডেট: ডিসে ২৯, ২০২৫ : ০৫:২১ এএম
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুনে নিহত ১৬

দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার গভীর রাতে সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরের ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে। আজ সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও ফায়ার সার্ভিস।

ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান অন্তরা নিউজকে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ইন্দোনেশিয়ার টেলিভিশন চ্যানেল মেট্রো টিভি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভয়াবহ আগুনে গ্রাস করছে বৃদ্ধনিবাস ভবনটি। এ সময় ভেতরে থাকা বাসিন্দারা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানান।

মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু বলেন, ওই বৃদ্ধাশ্রমে থাকা বেশিরভাগ মানুষই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল ছিলেন। আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন, যার ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্‌ঘাটনে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!