বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়া এক শোকবার্তায় শেহবাজ শরীফ বলেন, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীরভাবে শোকাহত। শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে আজীবন অবদান রেখে গেছেন খালেদা জিয়া। তিনি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং পাকিস্তানের একজন নিবেদিত বন্ধু হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
শেহবাজ শরীফ আরও বলেন, এই শোকের মুহূর্তে পাকিস্তান সরকার ও দেশটির জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। তিনি মরহুমার পরিবার-পরিজন, স্বজন ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
আরএস
No comments yet. Be the first to comment!