আন্তর্জাতিক

মাদুরোকে ধরতে গিয়ে কোনো মার্কিন সেনা নিহত হয়নি: ট্রাম্প

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৩:২৯ পিএম
মাদুরোকে ধরতে গিয়ে কোনো মার্কিন সেনা নিহত হয়নি: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অভিযানে অংশ নেওয়া কয়েকজন সেনা আহত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

আজ শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করে বলে জানানো হয়। ফক্স নিউজকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অভিযান চার দিন আগেই পরিচালনার পরিকল্পনা ছিল। তবে আবহাওয়ার কারণে পরে তারিখ পরিবর্তন করা হয়।

ট্রাম্প বলেন, তিনি পুরো অভিযানটি সরাসরি পর্যবেক্ষণ করেছেন। ভেনেজুয়েলায় অবস্থানরত সেনাদের সঙ্গে ফ্লোরিডায় থাকা অপারেশন সেন্টারের যোগাযোগও তিনি শুনতে পেয়েছেন। অভিযানে অংশ নেওয়া সেনাদের পেশাদারিত্ব ও নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও ব্যবহৃত সরঞ্জামের কার্যকারিতা ছিল চোখে পড়ার মতো।

কোনো সেনা নিহত হয়নি জানিয়ে ট্রাম্প বলেন, “কিছু সেনা আহত হয়েছেন, তবে আমাদের কোনো প্রাণহানি হয়নি। এটি সত্যিই অসাধারণ।” আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময় যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, সে প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ওই ঘটনার কারণে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে হাস্যরসের পাত্রে পরিণত হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর সে অবস্থায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই অভিযান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সামরিক অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!