আন্তর্জাতিক

খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট: জানু ০৫, ২০২৬ : ০৩:০৬ পিএম
খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ইসলামাবাদে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। এ সময় তিনি ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিকেলে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনের সময় শেহবাজ শরীফকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী এবং কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।

শোক বইয়ে স্বাক্ষর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পাশাপাশি তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এ সময় শেহবাজ শরীফ দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শোক বইয়ে স্বাক্ষর এবং সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান। তাঁর জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!