যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনের মধ্যে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না।
সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলার দায়িত্বে আমি আছি। প্রথমে আমাদের দেশটাকে ঠিক করতে হবে। নির্বাচনের জন্য এখন পরিস্থিতি অনুকূল নয়।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়িত নয়, বরং মাদক চোরাচালান ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। প্রয়োজনে মার্কিন সেনা সাময়িকভাবে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে পারে, তবে এটি যুদ্ধ হিসেবে দেখা যাবে না।
ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে তেল কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্র ভর্তুকি দিতে পারে। তিনি আশা করছেন, ১৮ মাসের কম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
সাক্ষাৎকারে তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ভেনেজুয়েলার পরিস্থিতি পরিচালনায় ভূমিকা রাখবেন।
“এই দায়িত্বে কে শেষ পর্যন্ত থাকবেন?”—প্রশ্নের জবাবে ট্রাম্প এক শব্দে বলেন, “আমি।” এর আগে সোমবার নিউইয়র্কের আদালতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক ও সন্ত্রাসবাদসহ একাধিক ফেডারেল অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন। একই দিনে তার স্থানীয় ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করানো হয়। ট্রাম্প জানান, রদ্রিগেজ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন।
ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমাদের দলের সবাই অংশগ্রহণ করছে। প্রতিজন আলাদা দক্ষতা রাখছেন।”
আরএস
No comments yet. Be the first to comment!