জাপানের পূর্বাঞ্চলে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পসহ একাধিক কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি পূর্ব জাপানের সীমান্ত এলাকা ও পার্শ্ববর্তী তোত্তোরি জেলাতে।
স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথমে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণ পরই ৫.১ মাত্রার আরেকটি বড় ভূমিকম্প আঘাত হানে। এরপরও কয়েকবার ছোট আফটারশক অনুভূত হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের কারণে সুনামির কোনো শঙ্কা নেই। তবে আগামী ২–৩ দিনে ৫ মাত্রার ওপরের আরও কয়েকটি কম্পনের সম্ভাবনা রয়েছে। ভূমিকম্প সবচেয়ে বেশি জোরে আঘাত হানতে পারে এমন এলাকায় ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার আশঙ্কা রয়েছে।
এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, কোনো অস্বাভাবিক অবস্থা দেখা যায়নি। তবে ভূমিকম্পের কারণে বুলেট ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন দেখা দিয়েছে। বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরা কম্পন ধরা দিয়েছে।
সূত্র: এবিসি নিউজ
আরএস
No comments yet. Be the first to comment!