আন্তর্জাতিক

দরপত্র ছাড়াই ইউনিসেফ থেকে কেনা হচ্ছে ৬১০ কোটি টাকার টিকা

আপডেট: জানু ০৬, ২০২৬ : ০২:৩৯ পিএম
দরপত্র ছাড়াই ইউনিসেফ থেকে কেনা হচ্ছে ৬১০ কোটি টাকার টিকা

সরকার দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতি অবলম্বন করে ইউনিসেফ থেকে ৬১০ কোটি ১৭ লাখ ২২ হাজার টাকার টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে। এসব টিকা ২০২৫–২৬ অর্থবছরে শিশুদের ইপিআই (এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন) কর্মসূচিতে ব্যবহার করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে টিকা কেনার অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগ এই টিকাগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) সংগ্রহের নীতিগত অনুমোদন চেয়েছিল। উপদেষ্টা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। এ কাজে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের অর্থ ব্যবহার করা হবে।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, বাংলাদেশে ইপিআই কার্যক্রম শুরু থেকেই ব্যবহৃত সব ভ্যাকসিন ইউনিসেফের মাধ্যমে ক্রয় বা সংগ্রহ করা হয়ে থাকে। এই ভ্যাকসিনগুলো অত্যন্ত তাপ-সংবেদনশীল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান নিয়ন্ত্রণে থাকতে হবে। ইউনিসেফের মাধ্যমে ক্রয় করলে মান নিয়ন্ত্রণ বজায় থাকে এবং ক্রয়মূল্যও তুলনামূলকভাবে কম।

সূত্র জানায়, কোভিড-১৯ ভ্যাকসিন প্রকল্পে এডিবি ঋণের ১৭৫.৯৩ মিলিয়ন মার্কিন ডলার অব্যয়িত রয়েছে। এখন থেকে ইপিআই টিকা কেনার জন্য ৪৯.৯২ মিলিয়ন ডলার ব্যয় করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি ১৭ লাখ ২২ হাজার টাকা।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!