আন্তর্জাতিক

ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে দেবে ৩–৫ কোটি ব্যারেল তেল: ট্রাম্প

আপডেট: জানু ০৭, ২০২৬ : ০৫:৪৮ এএম
ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে দেবে ৩–৫ কোটি ব্যারেল তেল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ ৩০–৫০ মিলিয়ন ব্যারেল (প্রায় ৩–৫ কোটি ব্যারেল) তেল সরবরাহ করবে। সম্প্রতি এক মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা হারানোর পর ট্রাম্প এ তথ্য জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তেল বাজারদরে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেল শিল্প পুরোপুরি চালু হবে এবং সেখানে বড় বিনিয়োগ আসবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভেনেজুয়েলার আগের মতো তেল উৎপাদন ফিরিয়ে আনতে কোটি কোটি ডলার বিনিয়োগ ও কয়েক বছরের সময় প্রয়োজন। তেল কম্পানিগুলো প্রথমে নিশ্চিত হতে চাইবে যে দেশটিতে স্থিতিশীল সরকার রয়েছে।

ভেনেজুয়েলার সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। আর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত মামলায় বিচারের মুখোমুখি আনা হয়েছে।

মার্কিন বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই পরিকল্পনা বৈশ্বিক তেল সরবরাহ বা দামের ওপর বড় প্রভাব ফেলবে না। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি শেভরন ইতিমধ্যে ভেনেজুয়েলায় কাজ করছে এবং অন্য বড় কম্পানিগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ভেনেজুয়েলায় প্রমাণিত তেল মজুত প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বে সর্বোচ্চ। তবে দেশটির তেল উৎপাদন ২০০০ সালের পর ক্রমেই কমছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!