ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনারা ঈশ্বর নির্ধারিত লক্ষ্য পূরণ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ইউক্রেনে অভিযানরত রুশ সেনাদের শিশু ও কিশোর সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মস্কোর বাইরে সেইন্ট জর্জ দ্য ভিক্টোরিয়াস গির্জায় আয়োজিত ওই অনুষ্ঠানে পুতিন বলেন, যেসব রুশ সেনা বর্তমানে যুদ্ধে রয়েছেন, তাঁদের নিয়ে সন্তানদের গর্ব করা উচিত। কারণ, রাশিয়ার জনগণ সব সময় তাদের যোদ্ধাদের নিয়ে গর্ব করে আসছে।
পুতিন আরও বলেন, ঈশ্বরকে অনেক সময় ‘ত্রাণকর্তা’ বলা হয়, যিনি মানুষকে রক্ষা করেন। তাঁর ভাষায়, রুশ সেনারাও ঠিক তেমনই ভূমিকা পালন করছেন। তাঁরা ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী পিতৃভূমি ও দেশের জনগণকে রক্ষার দায়িত্ব পালন করছেন।
রুশ প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনে রাশিয়া যা করছে, তা একটি পবিত্র লক্ষ্যের অংশ। সেই লক্ষ্য ঈশ্বর নির্ধারণ করে দিয়েছেন এবং রুশ সেনারা সেখানে ঈশ্বরের ইচ্ছা পূরণ করছে।
ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ন্যাটোর সদস্যপদের প্রশ্নে ইউক্রেনের উদ্যোগকে কেন্দ্র করে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ এখনো চলমান।
এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকে সংঘাত বন্ধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে সেই প্রচেষ্টার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কাছে নতুন করে অর্থ ও অস্ত্র সহায়তার জন্য তৎপরতা চালাচ্ছেন।
সূত্র: আরটি
আরএস
No comments yet. Be the first to comment!