পাকিস্তানে সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯৩ পয়সা কমানো হয়েছে। এতে দেশটির সাধারণ বিদ্যুৎ ব্যবহারকারীদের মাসিক ব্যয় কমবে প্রায় ৫৬০ কোটি পাকিস্তানি রুপি।
পাকিস্তানের বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপরা) বুধবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হয়। নভেম্বর মাসে জ্বালানির দাম তুলনামূলক কম থাকায় বিদ্যুতের দাম হ্রাস করা সম্ভব হয়েছে।
নেপরা জানায়, এই মূল্যহ্রাস করাচিসহ সারা দেশের সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ‘লাইফলাইন’ শ্রেণির গ্রাহকদের জন্য এ সুবিধা কার্যকর হবে না।
লাইফলাইন গ্রাহক বলতে পাকিস্তানে সাধারণত নিম্ন আয়ের সেইসব ব্যবহারকারীকে বোঝানো হয়, যাঁদের মাসিক বিদ্যুৎ ব্যবহার গড়ে ১০০ ইউনিট বা তার কিছু কমবেশি। এই শ্রেণির গ্রাহকদের জন্য সরকার ভর্তুকি দিয়ে বিদ্যুতের দাম তুলনামূলক কম রাখে।
এর আগে গত ডিসেম্বর মাসেও সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭২ পয়সা কমানো হয়েছিল।
সূত্র: জিও নিউজ
আরএস
No comments yet. Be the first to comment!