ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অত্যাচারী ব্যক্তি’ উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ট্রাম্পও ক্ষমতাচ্যুত হবেন। একই সঙ্গে তিনি ইরানের বিক্ষুব্ধ জনতাকে ‘নাশকতাকারী’ হিসেবে অভিহিত করেছেন।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় খামেনি বলেন, “ইতিহাস সাক্ষী যে অত্যাচারীরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে না। ফারাও, নমরুদ এবং মোহম্মদ রেজা শাহ (পাহলভি)রা তাদের আগ্রাসী মনোভাবের কারণে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ট্রাম্পও পারবেন না। তাকেও ক্ষমতা থেকে নামানো হবে।”
তিনি আরও বলেন, “ইরানের বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলার জন্য আহ্বান জানাচ্ছে। তারা এমন একজনকে খুশি করার চেষ্টা করছে, যিনি নিজের দেশ চালাতে জানেন না। ট্রাম্পের উচিত নিজের দেশ চালানো শিখে সেই শিক্ষা প্রয়োগ করা।”
খামেনি দাবী করেন, সরকারের পতনকে ইরানের সাধারণ জনগণ বা নাশকতাকারীরা কার্যকর করতে পারবে না। তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র লাখ লাখ মানুষের রক্তের ওপর প্রতিষ্ঠিত। নাশকতাকারীদের তৎপরতায় এই সরকারের পতন ঘটবে না।”
প্রসঙ্গত, ইরানের সাধারণ জনগণ বছরের পর বছর ধরে মুদ্রা রিয়েলের অবমূল্যায়ন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অসন্তোষের মুখোমুখি। গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়। কয়েক দিনের মধ্যে দেশজুড়ে ৩১টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বাড়তে থাকে।
বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল ইন্টারনেট ও মোবাইল সংযোগও বিচ্ছিন্ন করেছে সরকার, তবে বিক্ষোভ এখনও থেমে নেই। এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
আরএস
No comments yet. Be the first to comment!