সহিংস এক রাতের পর ইরানে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার রাতে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার ছিল চলমান আন্দোলনের ১৩তম রাত। বৃহস্পতিবার রাতে সংঘর্ষের পর শুক্রবার রাতেও বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। তবে ইন্টারনেট সংযোগ টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ থাকায় বিক্ষোভসংক্রান্ত ভিডিও ও তথ্য সীমিত আকারে বাইরে আসছে।
খবরে বলা হয়, বিক্ষোভ ঠেকাতে ইরান সরকার মোবাইল ফোনে খুদেবার্তার মাধ্যমে সতর্কবার্তা পাঠাচ্ছে। ইসলামিক বিপ্লবী গার্ড ও পুলিশের পক্ষ থেকে এসব বার্তায় নাগরিকদের বিক্ষোভ থেকে দূরে থাকতে বলা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে তিনি একাধিক আহত ব্যক্তিকে দেখেছেন, যাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে। আহতদের অনেকে বৃহস্পতিবার রাতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইরানে চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে হতাহত হওয়ার খবর এলেও সরকারিভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: বিবিসি
আরএস
No comments yet. Be the first to comment!