বাংলাদেশ ও চীনকে নজরদারিতে রাখার উদ্দেশ্যে ভারতের নৌবাহিনী নতুন নৌঘাঁটি স্থাপন করছে। পশ্চিমবঙ্গের বন্দরশহর হলদিয়ায় তৈরি হবে এই ঘাঁটি, যা ভারতীয় নৌবাহিনীর কাছে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।
ভারতের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বঙ্গোপসাগরের উত্তর অংশে চীনা নৌবাহিনীর তৎপরতা বেড়েছে। একই সময়ে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের সেনা কর্মকাণ্ডও ঘন হয়ে এসেছে। বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে পাকিস্তান সফর করেছেন। এসব বিষয় বিবেচনায় রেখে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
নৌঘাঁটিটি কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত হবে। হলদিয়ার ডক কমপ্লেক্স ব্যবহার করে ঘাঁটিটি স্থাপন করলে অপারেশনাল সুবিধা বাড়বে এবং অতিরিক্ত অবকাঠামো নির্মাণের প্রয়োজন কমবে।
নৌঘাঁটিতে মোতায়েন করা হবে দ্রুতগামী সামরিক নৌযান ও যুদ্ধজাহাজ, যেমন ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফটস (FIC) এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটস (NWJFAC)। এই নৌযানগুলোর গতিসীমা ঘণ্টায় ৭৪–৮৩ কিলোমিটার। পাশাপাশি, সিআরএন-৯১ স্বয়ংক্রিয় মেশিনগান এবং ভারতের প্রযুক্তিতে নির্মিত সুইসাইডাল ড্রোন নাগাস্ত্র সিস্টেমসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রও থাকবে।
প্রস্তাবিত ঘাঁটিতে ১০০ জন সেনা কর্মকর্তা ও সৈনিক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ভারত এই পদক্ষেপ নিচ্ছে মূলত বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি, বাংলাদেশ-চীন সামরিক সহযোগিতা, এবং পাকিস্তান ও বাংলাদেশের ঘন যোগাযোগকে নজরে রাখার জন্য।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরএস
No comments yet. Be the first to comment!