ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার বিক্ষোভরত জনতাকে ‘আল্লাহর শত্রু’ বা মোহারেব হিসেবে ঘোষণা করেছে। যারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজাদের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নেওয়া কোনো গোষ্ঠী বা সংগঠনের সদস্যদের মোহারেব ঘোষণা করা হয় এবং এদের শাস্তি মৃত্যুদণ্ড।
গত দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন চলছে। এই বিক্ষোভ মূলত অর্থনৈতিক সমস্যার, বিশেষ করে দেশটির দুর্বল মুদ্রা এবং ভয়াবহ মূল্যস্ফীতির প্রতিবাদে সংঘটিত হয়েছে। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান দাঁড়িয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫, যার ফলে সাধারণ মানুষ খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে কঠিন সংকটে রয়েছে।
২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বাজারে ধর্মঘটের মাধ্যমে আন্দোলনের সূত্রপাত হয়। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকার দেশব্যাপী নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে, ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছে, এবং সেনাবাহিনী ও ইসলামিক রিপাবলিক গার্ড কর্পস (আইআরজিসি)কে নামিয়েছে। শনিবার রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
সূত্র: এএফপি
আরএস
No comments yet. Be the first to comment!