ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) আজ রোববার এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়া, সংঘর্ষে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।
সংস্থাটি জানিয়েছে, কয়েক দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকার কারণে তথ্য যাচাই কঠিন, তাই প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এ বিক্ষোভ মূলত দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট ও ক্ষমতাসীন সরকারের নীতির প্রতিবাদে শুরু হয়েছে।
ইরানের জাতীয় পুলিশ জানিয়েছে, রোববার কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী কঠোর অভিযান চালাচ্ছে।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার অর্থনৈতিক পরিকল্পনা ও জনগণের দাবি নিয়ে কথা বলবেন। তিনি ভর্তুকি ব্যবস্থার সংস্কার এবং সরকারের নীতিগত অবস্থান তুলে ধরবেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে তালিকাভুক্ত করা হোক।
সূত্র: এএফপি।
আরএস
No comments yet. Be the first to comment!