আন্তর্জাতিক

টিটিপি–বিএলএ’র সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিল পাকিস্তান

আপডেট: নভে ১৪, ২০২৫ : ০৫:১০ পিএম
টিটিপি–বিএলএ’র সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিল পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দারবি

নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর সঙ্গে কোনো ধরনের সংলাপে বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক ব্যর্থ সংলাপের দায়ভারও নিতে রাজি নয় ইসলামাবাদ।


আজ শুক্রবার রাজধানী ইসলামাবাদে নিয়মিত ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দারবি এসব কথা জানান। তিনি বলেন, “পাকিস্তান কখনোই কাবুলের ক্ষমতাসীনদের সঙ্গে সংলাপ এড়িয়ে যায়নি। তবে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আলোচনায় বসার প্রশ্নই আসে না—তা টিটিপি হোক কিংবা বিএলএ।”
আন্দারবি জানান, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি ও বিএলএ পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, আমরা কাবুলের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছি। কিন্তু এর বদলে পেয়েছি নিষ্ক্রিয়তা আর ফাঁপা প্রতিশ্রুতি। টিটিপি ও বিএলএ পাকিস্তানের ঘোষিত শত্রু। যারা এসব গোষ্ঠীকে আশ্রয় ও অর্থ সহায়তা দেয়, তারা পাকিস্তানের বন্ধু হতে পারে না।


পাকিস্তানের অভিযোগ, তালেবান কর্তৃপক্ষ সন্ত্রাসীদের ‘শরণার্থী’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। আন্দারবি বলেন, “এটা কোনো মানবিক বা শরণার্থী সংকট নয়; সন্ত্রাসীদের শরণার্থী বানানোর অপচেষ্টা।” তবে তিনি স্বীকার করেন, তালেবান সরকার পাকিস্তানের সঙ্গে সংঘাত চায় না। তবু টিটিপির সঙ্গে তালেবানের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি কাবুলের কিছু কর্মকর্তা পাকিস্তানবিরোধী ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন।
টিটিপি ইস্যুতে পাকিস্তান সরকারের ভেতরে নাকি বিভাজন রয়েছে—এ ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন, বলেন আন্দারবি। তিনি আরও যোগ করেন, আফগানিস্তানের পশতুভাষী জনগোষ্ঠীর প্রসঙ্গ টেনে বিভাজন সৃষ্টির অপচেষ্টা করছে কাবুল, যা কোনোভাবেই সফল হবে না।
পাকিস্তানে আফগানিস্তানের চেয়ে বেশি পশতুভাষী জনগণ রয়েছে এবং তারা পাকিস্তানের প্রতি অনুগত। তাই জাতিগত বিভাজনের চেষ্টা নিষ্ফল। আফগানিস্তানের উচিত নিজের অবস্থাই আগে ঠিক করা।


আরএস

Tags:
পাকিস্তান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!