বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ–র বড় জয়ের পর এবার পশ্চিমবঙ্গ দখলের বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সদর দপ্তরে বিজয় উৎসবে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “বিহার পশ্চিমবঙ্গে জয়ের পথ দেখিয়ে দিল। বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলবে।
গতকাল শুক্রবার রাতে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে মোদী দাবি করেন, বিহারের মানুষ ‘জঙ্গলরাজ’ প্রত্যাখ্যান করেছেন। এই জয় ‘মা–বোনেদের জয়’ বলেও মন্তব্য করেন তিনি। মোদী বলেন, বিহারে আর কখনো জঙ্গলরাজ ফিরবে না। মিথ্যা হারে, বিশ্বাস জিতে—বিহার তা দেখিয়ে দিয়েছে।
তিনি আরও জানান, বিহারের ফলাফল কেরালা, তামিলনাড়ু, পদুচেরি, আসাম ও পশ্চিমবঙ্গের কর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি করেছে।
পশ্চিমবঙ্গের প্রসঙ্গে মোদী বলেন, গঙ্গা বিহার থেকে পশ্চিমবঙ্গে যায়। বিহারের ফল পশ্চিমবঙ্গের পথ খুলে দিয়েছে। পশ্চিমবঙ্গের ভাই–বোনদের আশ্বস্ত করছি—আপনাদের সঙ্গে নিয়ে বিজেপি বাংলা থেকেও জঙ্গলরাজ দূর করবে। তৃণমূলের কটাক্ষ:- মোদীর বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিহার জয়ের উচ্ছ্বাসে প্রধানমন্ত্রী বাংলাকে নিয়ে যে মন্তব্য করেছেন, জেনে রাখুন—সে আশা পূরণ হবে না। এটা ঠিক যেমন কুঁজো চিত হয়ে শুতে চায়, আর গামছার ইচ্ছা হয় ধোপার ঘরে যাওয়ার। বিহার নির্বাচনের ফল:- গতকাল শুক্রবার প্রকাশিত ফল অনুযায়ী, বিহারের ২৪৩ আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২০২টি আসন। আরজেডি–কংগ্রেস–বামদের মহাজোট (এমজিবি) পেয়েছে মাত্র ৩৫টি আসন।
আরএস
No comments yet. Be the first to comment!