আন্তর্জাতিক

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: ফিল্ড মার্শাল অসীম মুনির

আপডেট: নভে ১৬, ২০২৫ : ০৬:৩৫ পিএম
পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: ফিল্ড মার্শাল অসীম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির বলেছেন, দেশের বিরুদ্ধে যে কোনও ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, এবং সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে।

আজ রোববার (১৬ নভেম্বর) ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে দেওয়া মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি ডেইলি জংকে সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন। ফিল্ড মার্শাল মুনির বলেন, “পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন। মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে; এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ।

তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে কোনও আগ্রাসন চালানো হলে মে মাসের ঘটনার মতো শক্ত প্রতিক্রিয়া জানানো হবে। পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে মুনির বলেন, ঈমানদাররা বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারেন; মে মাসে পাকিস্তান সেটি প্রমাণ করেছে।

মুনিরের মন্তব্য এমন এক সময় এসেছে, যখন পাকিস্তানের ফেডারেল সরকার তাকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) হিসেবে পুনর্নিয়োগের ঘোষণা দিয়েছে। গত ১৩ নভেম্বর জাতীয় সংসদে আইনমন্ত্রী আজম নাজির তারার জানিয়েছেন, সিডিএফের মেয়াদ হবে নিয়োগের তারিখ থেকে পাঁচ বছর।

উল্লেখ্য, মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত যুদ্ধের সময় পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান চালায়। ওই সময় ভারতীয় সামরিক স্থাপনার ওপর হামলার দাবি জানায় ইসলামাবাদ। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটে। পাকিস্তান সরকার সেই সংঘাতে নেতৃত্ব দেওয়ায় মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে।

 

আরএস

Tags:
পাকিস্তান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!